ফুটবল যার ঘুমে-জাগরণে, তাকেই কিনা প্রায় আট সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনে...
ফুটবল যার ঘুমে-জাগরণে, তাকেই কিনা প্রায় আট সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। এটা কিছুতেই মেনে নিতে পারছেন না বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি।
স্পেনের লা লিগায় গত শনিবার কাম্প নউতে লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলে জেতা ম্যাচে হাঁটুতে চোট পান আর্জেন্টিনার অধিনায়ক।
মাঠে থাকতে না পারাটা কতটা হতাশার, ফেইসবুকে দেওয়া এক বার্তায় সেটাই প্রকাশ করেন মেসি।
"যারা ফুটবলকে ভালোবাসে, এমন যে কারও জন্যই মাঠে না থাকতে না পারাটা কঠিনতম বিষয়।"
প্রিয় তারকা চোটে পড়ার পর তার সেরে ওঠার প্রত্যাশা করে অনেক ভক্তই বার্তা পাঠান। শুভকামনা জানিয়ে বার্তা পাঠান তার সতীর্থরাও। সবার ভালোবাসার উত্তরও দেন মেসি।
"সমর্থন জানানো বার্তার জন্য সবাইকে ধন্যবাদ।"
এরই মধ্যে মেসির মাঠে ফেরার লড়াই শুরু হয়ে গেছে। সবশেষে তিনি সেই প্রক্রিয়ার খবরও দেন।
"ফেরার জন্য সঠিকভাবে সেরে ওঠার সময় এখন।"
COMMENTS