পেপ এসে বিক্রি করে দেন রোনালদিনহো ও ডেকোকে। তিনি রিস্ক নিতেই ভালবাসতেন। আর তারই অংশ হিসেবে বার্সার দায়িত্ব দিয়ে দেন ২১ বছর বয়সী মেসির উপ...
পেপ এসে বিক্রি করে দেন রোনালদিনহো ও ডেকোকে। তিনি রিস্ক নিতেই ভালবাসতেন। আর তারই অংশ হিসেবে বার্সার দায়িত্ব দিয়ে দেন ২১ বছর বয়সী মেসির উপর। অন্য কেউ হলে সাহসই করতেন না। কিন্তু তিনি মেসিকে বুঝেছিলেন এমনভাবে যা অন্য কেউ পারেনি। মেসি রাইট উইংয়ে সাথে ইতো সেন্টার ফরোয়ার্ডে। আর লেফট উইংয়ে থিয়েরি অরি। সেই সময়টাতে মেসি ক্ষুরধার রূপ নেন।
গোল-এসিস্ট সব কিছুতেই আধিপত্য রাখতে শুরু করেন। এবার দেখি গর্দিওলার সময়ে মেসির পরিসংখ্যানঃ
২০০৮-০৯ ৫১ ম্যাচ ৩৮ গোল ১৮ এসিস্ট
২০০৯-১০ ৫৩ ম্যাচ ৪৭ গোল ১১ এসিস্ট
২০১০-১১ ৫৫ ম্যাচ ৫৩ গোল ২৪ এসিস্ট
২০১১-১২ ৬০ ম্যাচ ৭৩ গোল ২৮ এসিস্ট
পোস্ট ক্রেডিটঃ লিও মুন্না
COMMENTS