মেসিকে বেঞ্চে রেখে খেলা শুরু হল। শুরুতেই ডিবক্সের ভিতরে হ্যান্ডবল হয়েছিল কিন্তু রেফারী বার্সেলোনার পক্ষে হ্যান্ডবল দেয়নি।আক্রমনে প্রতি আক্...
মেসিকে বেঞ্চে রেখে খেলা শুরু হল। শুরুতেই ডিবক্সের ভিতরে হ্যান্ডবল হয়েছিল কিন্তু রেফারী বার্সেলোনার পক্ষে হ্যান্ডবল দেয়নি।আক্রমনে প্রতি আক্রমনে খেলা জমে উঠেছিল প্রথমার্ধে কিন্তু কোন দলই গোলের দেখা পেল না।এভাবে গোল শুন্য নিয়ে বিরতিতে যায় দুদলই।
বিরতির পর খেলা শুরুতেই ৫১ মিনিটে তোরেস এর অসাধারন গোলে এগিয়ে গেল এটলেটিকো মাদ্রিদ।
তারপর ৫৫ মিনিটে ফ্রি কিক পায় বার্সা।ফ্রি কিক থেকে নেইমার প্রথম গোল করেন।তারপর কিছুক্ষন পরে মেসি রকিটিকের পরিবর্তে মাঠে নামে।নামার পর দৃশ্যপট পাল্ট যায়।
৭৭ মিনিটে সুয়ারেজ এর পাস থেকে লিওনেল মেসি গোল করেন এবং তার সদ্যজাত ছেলে মাতেও মেসিকে উত্সর্গ করেন।এরপর গোলের সুযোগ তৈরি হলেও আর কোন গোল হয় নি।
পোস্টঃ এডমিন- Rajib Ahmed Rajon
COMMENTS