প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিলো সবে এমন জীবন তুমি করিবে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন হ্যা। আমি লিওনেল মে...
প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে
কেঁদেছিলে তুমি একা হেসেছিলো সবে
এমন জীবন তুমি করিবে গঠন
মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন
হ্যা।
আমি লিওনেল মেসির কথায় বলছি।
একটা শিশু যখন জন্ম গ্রহণ করে তখন শুধু সে নিজেই কাদে! আর শিশুটির জন্মের আনন্দে বাকিরা সবাই হাসে!আর সেই শিশুটি বড় হয়ে বড় হয়ে জগত বিখ্যাত হয়ে মারা যায় তখন শুধু মারা যাওরার সময় সে নিজেই হাসে, আর বাকিরা অঝোর ধারায় কাদে!!!
ঠিক তেমনি ছোট্র মেসি সেদিন অভিষেকে লাল কারড পেয়ে অঝোর ধারায় কেঁদেছিল।
সেই ছোট্র মেসি এখন ফুটবলের জীবন্ত কিংবদন্তী।ফুটবলের সব রেকর্ড সে একে একে নিজের করে নিচ্ছে।মেসি কোথায় গিয়ে থামবেন তা নিয়ে ব্যস্ত ফুটবল বিশ্লেষক রা।পেয়েছেন টানা চারবার ব্যালন ডি অর।যার রেকর্ড এর কথা লিখতে গেলে শেষ হয়ে যাবে ইতিহাসের সব পাতা।
যার পারফরমেন্স এ মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া।
ফুটবলের সব ইতিহাস নতুন করে লেখার জন্যই যার জন্ম, তিনিই হলেন লিওনেল মেসি।
সময়ের স্রোতে একদিন তিনিও অবসরে চলে যাবেন।
জানাবেন ফুটবল কে বিদায়!
অভিষেকের মত হয়তো সেদিন কাঁদবেন!!!
কিন্ত তার ভক্তকুল তথা ফুটবল দুনিয়া কি করবে সেদিন!হয়তো মনের গহীনে তীব্র ব্যাথা ও অজস্র চোখের পানি তে বিদায় বলবো লিওনেল মেসি নামক এক জীবন্ত লিজেন্ড কে।
এমন জীবন তুমি করিবে গঠন
মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন
কেঁদেছিলে তুমি একা হেসেছিলো সবে
এমন জীবন তুমি করিবে গঠন
মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন
হ্যা।
আমি লিওনেল মেসির কথায় বলছি।
একটা শিশু যখন জন্ম গ্রহণ করে তখন শুধু সে নিজেই কাদে! আর শিশুটির জন্মের আনন্দে বাকিরা সবাই হাসে!আর সেই শিশুটি বড় হয়ে বড় হয়ে জগত বিখ্যাত হয়ে মারা যায় তখন শুধু মারা যাওরার সময় সে নিজেই হাসে, আর বাকিরা অঝোর ধারায় কাদে!!!
ঠিক তেমনি ছোট্র মেসি সেদিন অভিষেকে লাল কারড পেয়ে অঝোর ধারায় কেঁদেছিল।
সেই ছোট্র মেসি এখন ফুটবলের জীবন্ত কিংবদন্তী।ফুটবলের সব রেকর্ড সে একে একে নিজের করে নিচ্ছে।মেসি কোথায় গিয়ে থামবেন তা নিয়ে ব্যস্ত ফুটবল বিশ্লেষক রা।পেয়েছেন টানা চারবার ব্যালন ডি অর।যার রেকর্ড এর কথা লিখতে গেলে শেষ হয়ে যাবে ইতিহাসের সব পাতা।
যার পারফরমেন্স এ মুগ্ধ গোটা ফুটবল দুনিয়া।
ফুটবলের সব ইতিহাস নতুন করে লেখার জন্যই যার জন্ম, তিনিই হলেন লিওনেল মেসি।
সময়ের স্রোতে একদিন তিনিও অবসরে চলে যাবেন।
জানাবেন ফুটবল কে বিদায়!
অভিষেকের মত হয়তো সেদিন কাঁদবেন!!!
কিন্ত তার ভক্তকুল তথা ফুটবল দুনিয়া কি করবে সেদিন!হয়তো মনের গহীনে তীব্র ব্যাথা ও অজস্র চোখের পানি তে বিদায় বলবো লিওনেল মেসি নামক এক জীবন্ত লিজেন্ড কে।
এমন জীবন তুমি করিবে গঠন
মরনে হাসিবে তুমি কাদিবে ভুবন
পোস্ট-লিও মুন্না
COMMENTS