নকআউট পর্বের সঙ্গে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলা বার্সেলোনার লক্ষ্য এবার অপরাজিত থাকা। লেভারকুজেনের বিপক্ষে না হারলেই চ্যাম্পিয়ন...

নকআউট পর্বের সঙ্গে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলা বার্সেলোনার লক্ষ্য এবার অপরাজিত থাকা। লেভারকুজেনের বিপক্ষে না হারলেই চ্যাম্পিয়ন্স লিগে তিন মৌসুমের মধ্যে এই প্রথম অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করবে লুইস এনরিকের দল। আর গ্রুপ পর্বের বৈতরণী পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিতে এই ম্যাচ জিততেই হবে লেভারকুজেনকে।
নিজেদের লক্ষ্য পূরণে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লেভারকুজেনের মাঠে আগামী বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় খেলতে নামবে বার্সেলোনা।
‘এমএসএন’ নামে পরিচিত বার্সেলোনার আক্রমণ-ত্রয়ী রয়েছে অসাধারণ ফর্মে। এ মৌসুমে তাদের পরিসংখ্যানের দিকে তাকিয়ে এটা বলাই যায়, লেভারকুজেন বাধা পেরিয়ে অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করতেই পারে তারা।
১২ ম্যাচে ১৪ গোল নিয়ে স্পেনের লা লিগায় এ মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা নেইমার। বার্সেলোনার এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে করেছেন ২ গোল।
হাঁটুর চোটের কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। লা লিগায় খেলেছেন আটটি ম্যাচ। এই আট ম্যাচে ৪ গোল পেয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। আর চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে করেন ২ গোল।

এই তিন ফরোয়ার্ডের নৈপুণ্যে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা বার্সেলোনা লা লিগার সবশেষ ম্যাচে ভালেন্সিয়ার মাঠ থেকে ড্র করে ফিরলেও লেভারকুজেনকে হারিয়ে নিজেদের অপরাজিত থাকার লক্ষ্য পূরণ করতে পারবে বলে আত্মবিশ্বাসী।
কাম্প নউয়ে প্রথম পর্বে ২-১ গোলে হারলেও এ ম্যাচে জয়ের জন্য মরিয়া লেভারকুজেন। তবে বার্সেলোনাকে হারালেও শেষ ষোলোতে যেতে এএস রোমা-বাতে বরিসভের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

বার্সেলোনাকে হারিয়ে নিজেদের হাতে থাকা কাজটুকু করে রাখতে চায় লেভারকুজেন। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে তাকালে স্পষ্ট হয়, সেটা মোটেই সহজ হবে না।
চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলের সবশেষ ৬টি লড়াইয়ের সবকটিই জিতেছে বার্সেলোনা। বার্সেলোনার বিপক্ষে লেভারকুজেন সবশেষ জিতেছিল ঘরের মাঠে ২০০১ সালের সেপ্টেম্বরে।
COMMENTS