চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী বার্সেলোনাকে রুখে দিয়েছে লেভারকুজেন। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১-১ গোলে ড...

চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী বার্সেলোনাকে রুখে দিয়েছে লেভারকুজেন। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র করেও শেষ ষোলোতে উঠতে পারেনি জার্মানির দলটি।
আগেই ‘ই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলা বার্সেলোনা বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে নেমেছিল দুই তারকা ফরোয়ার্ড নেইমার ও সুয়ারেসকে ছাড়াই। কুঁচকিতে চোটের কারণে নেইমার দলেই ছিলেন না। আর সুয়ারেসকে বেঞ্চে রেখেই একাদশ সাজান কোচ লুইস এনরিকে।
আক্রমণভাগের এই দুই তারকার অনুপস্থিতিতে দর্শনীয় এক গোলে ২০তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। রাকিতিচের বাড়ানো বল ধরে গোলরক্ষককে কাটিয়ে জালে জড়িয়ে দেন বার্সেলোনা অধিনায়ক।
২০১৪ সালের নভেম্বরে আপোয়েল নিকোসিয়ার জালে হ্যাটট্রিকের পর এই প্রথম চ্যাম্পিয়্স লিগের অ্যাওয়ে ম্যাচে গোল পেলেন মেসি।
সমতা ফেরাতে সময় নেয়নি স্বাগতিকরা। তিন মিনিট পরই জোরালো শটে বার্সেলোনার গোলরক্ষক টের স্টেগেনকে পরাস্ত করেন হাভিয়ের এরনান্দেস।

খেলার শেষ দিকে লেভারকুজেনের দুটি ভালো আক্রমণ গোলরক্ষক টের স্টেগেন রুখে দিলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।
রোমের অলিম্পিক স্টেডিয়ামে রোমা ও বাতে বরিসভের মধ্যে ‘ই’ গ্রুপের অন্য ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্যই থাকে।
রোমা ও লেভারকুজেন দুই দলেরই পয়েন্ট ৬ হলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে শেষ ষোলোতে বার্সেলোনার সঙ্গী হয়েছে রোমা।
COMMENTS