লেখকঃMir Maftab Uddin Maftab ১৯৭০ সালের ২১ জুন বিশ্বকাপ জিতলো পেলে ১৯৮৭ সালের ২৪ জুন জন্ম নিলো ছোট্ট একটি ছেলে তখন বিশ্ব মেত...
লেখকঃMir Maftab Uddin Maftab
১৯৭০ সালের ২১ জুন বিশ্বকাপ জিতলো পেলে
১৯৮৭ সালের ২৪ জুন জন্ম নিলো ছোট্ট একটি ছেলে
তখন বিশ্ব মেতে ছিলো ঐ পেলেকে নিয়ে
বাস্তবতা কঠিন রুপে দিলো ধরা দিয়ে ।
ভবিষ্যতের ফুটবল রাজা আসিলেন এই কায়
জন্ম নিলেন মেসি রুপে ম্যারাডোনার আর্জেন্টিনায়।
সর্বসেরা সম্মান পেলেন কালো মানিক পেলে
পেলেকেও একদিন ছাড়িয়ে যাবে ছোট্ট ঐ ছেলে
হোর্হে মেসির ছোট্ট ঘরে জন্ম নিলো লিও
পেলে তখন বাস করে ব্রাজিলের , রিও ডি জেনেরিও
ছোট্ট লিও শিশুকাল থেকেই ফুটবল ভালোবাসে
পাড়ার মাঠে খেলতে গেলে কেও নেই ধারের কাছে ।
ফুটবল প্রতিভায় প্রতিভাবান যিনি নাম তার জানো কী?
সর্বকালের সর্বসেরা বস লিওনেল মেসি ।
ছোটবেলাতেই মারাত্নক রোগে আক্রান্ত হলেন মেসি
ডাক্তারেরা বললেন সবাই বাঁচবেন না আর বেশি।
আত্নীয় তার ছিলো এক কাতালুনিয়ায়।
চিকিৎসা করাতে নিয়ে গেলেন স্পেনের ,বার্সেলোনায়।
স্পেন গিয়ে ছোট লিওনেল খেলতেন ফুটবল।
স্পেনের এক মস্ত ক্লাব বার্সেলোনা দল ।
ঐ ক্লাবের এক কর্মকর্তা ছিলেন কোথাও বসি
তখন ফুটবল খেলতেছিলো আমাদের ছোট মেসি।
ঐ ব্যক্তির চোখ জুড়ালো মেসির খেলা দেখে
চুক্তি করাতে চাইলেন তিনি ক্লাব বার্সেলোনাতে।
তাৎক্ষণিক তিনি চুক্তির জন্য পাইলেন না কিছু আর
অবশেষে খুঁজে পেলেন একটি টিস্যু পেপার ।
বার্সেলোনার ইয়ুথ ডেভোলপ টিম লা মাসিয়া
বিশ্ববাসি এক ফুটবল সম্রাট পাইল খুঁজিয়া
ছোট্ট মেসি পরিণত হয়ে উঠলেন এইখানে
সেই ইতিহাস এখন সারা বিশ্ববাসিই জানে।
ফুটবল রাজ্যের সম্রাট তিনি তিনি হলেন সেই ছোট্ট ছেলে
সর্বকালের সর্বসেরা হবেন পেছন ফেলে,পেলে।
বিশ্বকাপের বাতাস পেয়েও পারলেন না তা ছুঁতে
কোপা আমেরিকাতেও ভাগ্য খারাপ পারলেন না তা ছুঁতে।
স্কটল্যান্ডের ছিলেন এক রাজা , ব্রুস তার কথা সবাই জানে
মেসি বেলায়ও তাই ঘটবে তার ভক্তরা এই কথা মানে।
২০১৬ কোপা আমেরিকা ২০১৮ বিশ্বকাপ
ট্রফি জিতেই দেখিয়ে দিবে মেসি সকল হেটারের বাপ।
দুই হাতে দুই শিরোপা উচিয়ে ধরবে লিও
গলা ফাটিয়ে স্লোগান দিতে বাদ যাবেনা কেও।
২৪ জুন জন্ম নেয়া ছোট্ট সেই ছেলেটি
সর্বকালের সেরা হবেন কেড়ে নিয়ে পেলের জায়গাটি।
সর্বসেরার যোগ্য তুমি ফুটবল রাজা মেসি
যে যাই বলুক , বলবো শুধু তোমাকেই ভালোবাসি।
COMMENTS