কেন মেসি নিওয়েল'স ওল্ড বয়েজের জার্সি গায়ে উনার গোল ম্যারাডোনাকে উৎসর্গ করলেন? তিনি তো পারতেন নিজের ক্লাব বার্সেলোনার তৎকালীন অর্থাৎ ব...
কেন মেসি নিওয়েল'স ওল্ড বয়েজের জার্সি গায়ে উনার গোল ম্যারাডোনাকে উৎসর্গ করলেন? তিনি তো পারতেন নিজের ক্লাব বার্সেলোনার তৎকালীন অর্থাৎ বার্সেলোনার ম্যারাডোনার সময়ের জার্সি গায়ে গোল উৎসর্গ করতে পারতেন।তিনি তো চাইলে আর্জেন্টিনার ১৯৮৬ এর জার্সি গায়ে গোল উৎসর্গ করতে পারতেন, কেন ওল্ড বয়েজের জার্সিতেই করতে হবে? এটা জানার আগ্রহ তো সবারই আছে কম বেশ।তাইলে আসুন একটু পিছনে ফিরে তাকাই।
মেসি আসলে কেমন মানুষ? কথায় আছে গুণীজনরা সব সময় বলেন তুমি তোমার অতীত ভুলনা,যে মানুষ তার অতীত ভুলে যায় সে আর যাই হোক একজন প্রকৃত মানুষ হতে পারে না।
মেসি আসলে কেমন মানুষ? তা আমরা সবাই কম বেশি জানি, যে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার ফুটবলার হবার পর ও যে তার বাল্যকালের সেই গ্রামের বান্ধবটাকে মনে রাখতে পারে,তাকে জীবন সঙ্গিনী করতে পারে সে কেমন মানুষ তা জানার জন্য আর বেশি কিছুর প্রয়োজন পড়ে না। তবে মেসি নতুন করে আরো একবার বিশ্বের মানুষের সামনে নিজেকে তুলে ধরলেন তিনি আসলে কেমন।
কেন মেসি গোল করে ওল্ড বয়েজ ক্লাবের ১৯৯৩ সালের জার্সি গায়ে ম্যারাডোনাকে গোল উৎসর্গ করলেন?
কারন ১৯৯৩ সালে ওল্ড বয়েজের হয়ে Emelec ক্লাবের বিপক্ষে ম্যারাডোনার অভিষেক ম্যাচ হয়, ঐ ম্যাচটি ছিলো ক্লাব ফ্রেন্ডলি ম্যাচ।ঐ দিন খেলার হাফ টাইমের সময় ওল্ড বয়েজ ক্লাবের জার্সি পড়া একটা পিচ্চি ছেলেকে ম্যারাডোনা মাঠে নিয়ে আসেন সেখানে ঐ পিচ্চি বেশ কিছু স্কিল দেখায় উপস্থিত দর্শকদের।ছয় বছর বয়সে এত বড় প্লাটফর্ম পাওয়া সত্যিই ঐ পিচ্চির জন্য অনেক বড় কিছু,আর সেটা যদি হয় ফুটবল ঈশ্বর ম্যারাডোনার হাতে তাইলে তো আর কোন কথাই নাই।
ম্যারাডোনা হয়তো সেই দিন বুঝিয়ে দিয়েছেন,এই সেই পিচ্চি ছেলে যে আমার যোগ্য উত্তরসূরী, এই সেই পিচ্চি ছেলে যে একদিন ফুটবল বিশ্বে রাজ করবে,এই সেই পিচ্চি যার মধ্যে মানুষ আমাকে খুঁজে পাবে,এই সেই পিচ্চি যে আমি মরার পর আমার আজকেই এই দিনের কথা সবাইকে মনে করিয়ে দিবে😰সেই পিচ্চি ছেলেটা আর কেউ নয়,সেই পিচ্চি ছেলেটাই ছিলো লিওনেল মেসি,তখন তার বয়স ছিলো ৬ বছর বয়স।
১৯৯৩ সালের ঐ দিন ম্যারাডোনা ওল্ড বয়েজের হয়ে যেভাবে গোল করেছেন ঠিক একি ভাবে মেসি বার্সেলোনার হয়ে গোল করে ম্যারাডোকে সেই গোল উৎসর্গ করেন ১৯৯৩ সালের ওল্ড বয়েজের সেই জার্সি গায়ে দিয়ে। এটাই হলো মূল কাহিনী।
মেসির কিছু কার্যক্রম যা আপনাকে বাধ্য করবে বসা থেকে উঠে একটা সেলুট দিতে।
©Alamin Ep
COMMENTS